Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ সেপ্টেম্বর ২০২৪

কউক এর বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৪০তম সভা সম্পন্ন: ১০৬ টি ভবনের নকশা অনুমোদন


প্রকাশন তারিখ : 2024-09-04
০৩-০৯-২০২৪ থেকে ০৪-০৯-২০২৪ খি: পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৪০তম সভা কউক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব:)। সভায় মোট ১৩০ টি ইমারতের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার বিশ্লেষণ করে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ১০৬টি ইমারতের নকশা অনুমোদিত হয়; তন্মধ্যে ৭৭ টি ইমারতের নকশা সরাসরি অনুমোদন প্রদান করা হয়। ২৯ টি ইমারতের নকশা সংশোধন সাপেক্ষে অনুমোদন প্রদান করা হয়। বাকী ২৪ টি ইমারতের নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় নকশা সংশোধন পূর্বক পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
 
 
 
সভায় কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন যে, অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ করে জমির মালিক স্থপতি/প্রকৌশলীদের পরামর্শ নিয়ে ভবন নির্মাণ করবেন। ভবন মালিকগণ ভবনের র্নিমাণ কাজ শুরু করার ৭ দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করবেন যাতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের লে-আউট কউকের প্রকৌশলী দিয়ে যাচাই করে নেয়া যায়। যদি কেউ অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করে তাহলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। তাই অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের জন্য তিনি সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। তিনি আরও বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রভূক্ত এলাকায় যেকোন প্রকার ইমারত নির্মাণের পূর্বে অবশ্যই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হতে অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই কউকে এর অধিক্ষেত্রভূক্ত এলাকার ভূমি মালিকগণকে যে কোন প্রকার ইমারত নির্মাণের পূর্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হতে অনুমোদন গ্রহণের আহ্বান জানান। সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।