বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, কক্সবাজারে জীব বৈচিত্র্য সংরক্ষণ
মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনাক্রমে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, কক্সবাজারের লাল কাঁকড়া, কচ্ছপ, ডলফিন, সাগর লতাসহ অন্যান্য জীব বৈচিত্র্য রক্ষার নিমিত্ত ডায়াবেটিক পয়েন্ট হতে সমিতিপাড়া; সুগন্ধা পয়েন্ট হতে কলাতলী পয়েন্ট; দরিয়ানগর-হিমছড়ি-পেচারদ্বীপ-রেজুখাল ব্রীজ পয়েন্ট; উত্তর সোনারপাড়া, দরিয়ানগর, মাদারবনিয়া পয়েন্টসহ মোট ০৫ (পাঁচ) টি পয়েন্টে সাইনবোর্ড লাগানো, ঘেরা-বেড়া প্রদানের মাধ্যমে জীব বৈচিত্র্য সংরক্ষণের কাজ সম্পন্ন করা হয়েছে।