Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০২৩

হলিডে মোড়- বাজারঘাটা- লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন কক্সবাজারের একমাত্র প্রধান সড়ক হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্পটি গত ১৬ জুলাই, ২০১৯ তারিখ অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন লাভ করে। বর্তমানে বাস্তবায়নের কাজ শতভাগ গুণগত মান বজায় রেখে চলমান আছে। 

প্রকল্পের অগ্রগতি : ১০০%

প্রকল্পের প্রধান প্রধান কাজসমূহ:

সড়ক প্রশস্থকরণ, ওয়াকওয়ে নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, বাস বে নির্মাণ, পাবলিক সিটিং অ্যারেঞ্জম্যান্ট,  ফুটওভার ব্রীজ নির্মাণ, ফোয়ারা ও সড়ক বাতি স্থাপন (বিদ্যুতায়ন), ফুটপাত নির্মাণ, ফিচার ওয়াল নির্মাণ, সি.সি ক্যামেরা ও পাবলিক ওয়াই-ফাই সংযোগ ও সবুজায়ন।

প্রকল্প ব্যয়: ২৫৮৮১.৬০ লক্ষ টাকা।

প্রকল্পের মেয়াদ: জুলাই ২০১৯ হতে জুন ২০২৩।