কক্সবাজারের একমাত্র প্রধান সড়ক হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়কটি বর্তমানে সংস্কারের অভাব এবং চারপাশের অবৈধ দখলের কারণে প্রায়শই যানজট লেগে থাকে। তাই উক্ত সড়কটি সংস্কারসহ প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি গত ১৬ জুলাই, ২০১৯ তারিখ অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন লাভ করে। ইতোমধ্যে উক্ত প্রকল্পের ড্রইং-ডিজাইন সম্পন্ন করা হয়েছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলমান আছে।
প্রকল্পের সুবিধাদি:
ওয়াকওয়ে নির্মাণ, সাইকেল ওয়ে নির্মাণ, সবুজায়ন, ফুটওভার ব্রীজ নির্মাণ, সড়ক বাতি স্থাপন (বিদ্যুতায়ন), ফুটপাত নির্মাণ, সোসার ড্রেন নির্মাণ, সি.সি ক্যামেরা, ওয়াই ফাই সংযোগ।
প্রকল্প ব্যয়: ২৫৮৮১.৬০ লক্ষ টাকা।
প্রকল্পের মেয়াদ: জুলাই ২০১৯ হতে ডিসেম্বর ২০২১।
বাজারঘাটার বর্তমান চিত্র
প্রস্তাবিত হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়কের থ্রিডি মডেল