Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২৪

সচিব মহোদয়ের জীবন বৃত্তান্ত

 

HamidurKhan

 

মোঃ হামিদুর রহমান খান

সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

 

 

জনাব মোঃ হামিদুর রহমান খান ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সচিব পদে পদোন্নতি পেয়ে ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি ১৯৬৬ সালে ০১ এপ্রিল নরসিংদী জেলার সদর উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত এম এম খান এবং মাতা মৃত বেগম জিবেন্দা আক্তার। তিনি রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ২০০৮ সালে নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে Governance Studies বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

সচিব পদে যোগদানের পূর্বে তিনি একই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব খান  ত্রয়োদশ বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি সহকারী কমিশনার, সহকারি কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারি সচিব, সচিবের একান্ত সচিব, উপসচিব সচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে জেলা, উপজেলা ও বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে কাজ করেছেন। এছাড়া তিনি দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে প্রাক্তন দুর্নীতি দমন ব্যুরো, প্রথম সচিব হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এবং মৌসুমী হজ অফিসার হিসেবে মদিনায় দায়িত্ব পালন করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডব্লিউটিও সেলেও তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন। জনাব খান Bloomberg Philanthropies এর International Union Against Tuberculosis and Lung Disease ও Vital strategies- নামক আন্তর্জাতিক সংস্থায় পরামর্শক  পদে লিয়েনে কাজ করেছেন।

 

জনাব খান কর্মজীবনে মাঠ প্রশাসনসহ মন্ত্রণালয়/বিভাগের বিভিন্ন পদে কর্মকালীন বিভিন্ন উদ্যোগ ও সংস্কার প্রস্তাবের সাথে জড়িত থেকে জনপ্রশাসনে ইতিবাচক ভূমিকা পালন করেন। কাজের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত সেবা প্রদানে তিনি সচেষ্ট রয়েছেন।

 

পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি দেশে-বিদেশে অনেক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেন। তন্মধ্যে আইন ও প্রশাসন প্রশিক্ষণ, সার্ভে এন্ড সেটেলমেন্ট কোর্স, ল্যান্ড ম্যানেজমেন্ট কোর্স, উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স, সিনিয়র স্টাফ কোর্স, কারেন্ট ম্যাক্রো ইকোনমিক ইস্যুস এন্ড পলিসি রিফর্মস কোর্স প্রভৃতি বিষয়ে দেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। বিদেশে অর্জিত প্রশিক্ষণের মধ্যে জাপানে Japanese Language Programme for Public Officials (Diploma Course), থাইলান্ডে Intensive Training on Trade Related Issues এবং Horticulture Value Chain Management Course, সিঙ্গাপুরের National University of Singapore (NUS)-এ Regional Trade Policy Course (Diploma Course) , ভারতে Foreign Exchange and Trade Finance Management, অস্ট্রেলিয়াতে Asia Pacific Regional Public International Trade Law Course, সুইজারল্যান্ডে Advance Trade Policy Course (Diploma Course) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে Professional Development Programme বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।  

 

জনাব মোঃ হামিদুর রহমান খান -এঁর সহধর্মিনী উম্মে সালমা একজন গৃহিণী। তিনি এক কন্যা এবং এক পুত্রের জনক। তার কন্যা মারহুবা খান আসফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে সম্মান শেষ করে মাস্টার্স অধ্যয়নরত এবং ছেলে আহমেদ রাফাদ খান নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।