কক্সবাজারের হাজার বছরের ঐতিহ্য লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর। যা অবৈধ দখল এবং অযত্ন অবহেলায় ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল। তাই কক্সবাজারের ঐতিহ্য সংরক্ষণ, সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটক ও স্থানীয় জনসাধারণের চিত্ত-বিনোদনের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়।
ওয়াকওয়ে, মসজিদ সংস্কার, স্যুভিনিয়র শপ, কমিউনিটি বিল্ডিং, স্ন্যাক্স বার, ট্যুরিস্ট ডেক্স, ট্যুরিস্ট তথ্য কেন্দ্র, সাইকেল পার্কিং স্ট্যান্ড, সুপরিসর পাবলিক টয়লেট, ল্যান্ডস্কেপিং, এম্পিথিয়েটার, ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন্ট, লাইব্রেরী ইত্যাদি সহকারে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ফলে কক্সবাজারে আগত পর্যটকসহ স্থানীয় জনসাধারণের চিত্র বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রকল্প ব্যয়: ৪৮৯৬.৪৮ লক্ষ টাকা।
প্রকল্পের মেয়াদ : জানুয়ারী, ২০১৮ হতে জুন, ২০২০
কাজ শুরুর তারিখ : ০২ এপ্রিল, ২০১৯
প্রকল্পের অগ্রগতি: সমাপ্ত