Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০২২

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল বিশিষ্ট অফিস ভবন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল বিশিষ্ট অফিস ভবন:

২৭-০৩-২০১৭ তারিখ  কউকের অফিস ভবন নির্মানের জন্য ১.২১ একর জমি বরাদ্দ প্রদান করা হয়। ০৬-০৫-২০১৭ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৩-০১-২০১৭ তারিখ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।  ১৮-০৫-২০২২ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবনের শুভ উদ্বোধন করেন। উক্ত প্রকল্পের ডিপিপি মূল্য হতে ৪ কোটি ৩১ লক্ষ টাকা সাশ্রয় করে সরকারকে ফেরত প্রদান করা হয়েছে। 

 

প্রকল্প ব্যয়: ১১২৩৭.৪৪ লক্ষ টাকা।

প্রকল্পের মেয়াদ: জুন, ২০১৭ হতে ডিসেম্বর, ২০২১

 

প্রকল্পের সুবিধাসমূহ:

 • ভবনে মুক্ত বাতাস চলাচল নিশ্চিতকরণে ভেন্টিলেটরসহ ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
 • ভবনটিতে রেইন ওয়াটার হার্ভেস্টিং এর ব্যবস্থা রয়েছে।
 • আরবরিকালচারের ব্যবস্থা রয়েছে।
 • এসটিপি সুবিধাও রাখা হয়েছে।
 • নবায়নযোগ্য জ্বালানী হিসেবে সোলার প্যানেল ও বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক ফিটিংস যন্ত্রপাতি লাগানো হয়েছে।
 • সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে।
 • ফায়ার প্রোটেকশন সিস্টেম রাখা হয়েছে।
 • ২০০ আসন বিশিষ্ট একটি মাল্টিপারপাস হল, ১৫০ আসন বিশিষ্ট তিনটি সেমিনার হল ও ১৫০ আস বিশিষ্ট দুইটি কনফারেন্স হলের সুবিধা রয়েছে।
 • প্রকল্পটি পরিবেশবান্ধবের মাপকাঠিতে সবুজ প্রকল্প হিসেবে গড়ে উঠেছে।  
 • বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থা রাখা হয়েছে।
 • এ ভবনের ১০ তলায় একটি রেস্টহাউজের সুবিধা রয়েছে।
 • এ ভবনের ৮ম তলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও নগর উন্নয়ন অধিদপ্তরের অফিস হিসেবে বরাদ্দ প্রদান করা হয়েছে।
 • ০৬ মে,২০১৭ খ্রিস্টাব্দ মাননীয় প্রধানমন্ত্রী ১০ তলা বিশিষ্ট কউক অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গত ১৮ মে ২০২২ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবনের শুভ উদ্বোধন করেন। 


Share with :

Facebook Facebook