Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০২২

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল বিশিষ্ট অফিস ভবন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল বিশিষ্ট অফিস ভবন:

২৭-০৩-২০১৭ তারিখ  কউকের অফিস ভবন নির্মানের জন্য ১.২১ একর জমি বরাদ্দ প্রদান করা হয়। ০৬-০৫-২০১৭ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৩-০১-২০১৭ তারিখ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।  ১৮-০৫-২০২২ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবনের শুভ উদ্বোধন করেন। উক্ত প্রকল্পের ডিপিপি মূল্য হতে ৪ কোটি ৩১ লক্ষ টাকা সাশ্রয় করে সরকারকে ফেরত প্রদান করা হয়েছে। 

 

প্রকল্প ব্যয়: ১১২৩৭.৪৪ লক্ষ টাকা।

প্রকল্পের মেয়াদ: জুন, ২০১৭ হতে ডিসেম্বর, ২০২১

 

প্রকল্পের সুবিধাসমূহ:

  • ভবনে মুক্ত বাতাস চলাচল নিশ্চিতকরণে ভেন্টিলেটরসহ ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
  • ভবনটিতে রেইন ওয়াটার হার্ভেস্টিং এর ব্যবস্থা রয়েছে।
  • আরবরিকালচারের ব্যবস্থা রয়েছে।
  • এসটিপি সুবিধাও রাখা হয়েছে।
  • নবায়নযোগ্য জ্বালানী হিসেবে সোলার প্যানেল ও বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক ফিটিংস যন্ত্রপাতি লাগানো হয়েছে।
  • সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে।
  • ফায়ার প্রোটেকশন সিস্টেম রাখা হয়েছে।
  • ২০০ আসন বিশিষ্ট একটি মাল্টিপারপাস হল, ১৫০ আসন বিশিষ্ট তিনটি সেমিনার হল ও ১৫০ আস বিশিষ্ট দুইটি কনফারেন্স হলের সুবিধা রয়েছে।
  • প্রকল্পটি পরিবেশবান্ধবের মাপকাঠিতে সবুজ প্রকল্প হিসেবে গড়ে উঠেছে।  
  • বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থা রাখা হয়েছে।
  • এ ভবনের ১০ তলায় একটি রেস্টহাউজের সুবিধা রয়েছে।
  • এ ভবনের ৮ম তলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও নগর উন্নয়ন অধিদপ্তরের অফিস হিসেবে বরাদ্দ প্রদান করা হয়েছে।
  • ০৬ মে,২০১৭ খ্রিস্টাব্দ মাননীয় প্রধানমন্ত্রী ১০ তলা বিশিষ্ট কউক অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গত ১৮ মে ২০২২ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবনের শুভ উদ্বোধন করেন।