Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ সেপ্টেম্বর ২০২৪

কউক এর উদ্যোগে জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ-২০২৪ উদযাপিত


প্রকাশন তারিখ : 2024-08-08

"জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ-২০২৪" উদযাপন উপলক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সোমবার ( ৮ জুলাই,২০২৪) বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। শহরের বিভিন্ন স্থানে নারিকেল, জলপাই, জাম, বেল, জাম্বুরা, আম, কাঠাল, জামরুল, লিচু সহ বিভিন্ন ফলদ গাছ রোপনের উদ্যোগ নেন কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার,এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.)। এসময় কউকের সকল কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তার পাশাপাশি কউকের উদ্যোগে হিমছড়ি,দরিয়ানগর,খুরুশকুল,নতুন ব্রীজ সংলগ্ন স্থান,মহেশখালীসহ শহরের বিভিন্ন স্কুল- কলেজ প্রাঙগনে বৃক্ষরোপন করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবেলা,ঘূর্ণিঝড় ও পরিবেশের ভারসাম্য এবং অতি গরমের হাত থেকে রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই বলে জানান কউক চেয়ারম্যান।