Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০১৯

অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযান


প্রকাশন তারিখ : 2019-12-01

অদ্য ১ ডিসেম্বর ২০১৯ তারিখ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় কক্সবাজার শহরের উত্তর ডিককুল ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারী খাল দখল করে অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় উত্তর ডিককুল এলাকার জহির আহম্মদ গং এর নির্মাণাধীন ভবন এর ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে দেওয়া হয়। অপর দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আলী হাসান চৌধুরী অনুমোদনবিহীন পেট্রোল পাম্প নির্মাণ করায় ইমারতের কাজ বন্ধ রেখে অনুমোদন নেওয়ার জন্য অঙ্গীকার নামা নেওয়া হয় এবং নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে দেয়া হয়। 
এই ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।