কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর উদ্যোগে জুলাই-আগষ্ট অভ্যুত্থানে কক্সবাজার জেলার শহীদ পরিবারবর্গের সাথে মতবিনিময় সভা ১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার কউক সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। জুলাই-আগষ্ট অভ্যুত্থানে কক্সবাজার জেলার পাঁচ শহীদ যথাক্রমে শহীদ মোহাম্মদ ওয়াসিম, শহীদ তানভীর সিদ্দিকী, শহীদ আহসান হাবিব, শহীদ নুরুল আমিন এবং শহীদ নুরুল মোস্তফার পরিবারবর্গ তাদের আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কউকের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং পরিবারের সদস্যদের সকল ধরণের সহায়তার আশ্বাস প্রদান করা হয়। সভা শেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।