গতকাল ১২ মে ২০১৯ তারিখ সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় শহরের বাজারঘাটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্প ‘কক্সবাজার শহরস্থ ঐতিহ্যবাহী লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর পুনর্বাসনসহ ভৌত সুযোগ সুবিধার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বাজারঘাটা পুকুরের পশ্চিম পাড়স্থ সরকারি জায়গাতে অবৈধভাবে ভবন নির্মাণ করায় ২টি সেমিপাকা ছোট ঘর এবং ০১টি দুতলা ছোট ভবন উচ্ছেদ করা হয়।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কউকের অথরাইজ্ড অফিসার, উপসহকারী প্রকৌশলী এবং ইমারত পরিদর্শকবৃন্দ। উল্লেখ্য যে, ইতোপূর্বে অবৈধ ভবন সরানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছিল।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।