সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ঐদিন ১৫ই আগস্ট ভোর ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এছাড়া সকাল ৮টায় কালো ব্যাজ ধারণ, সকাল ৯টায় জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান প্রদান করা হয়। পরে এক জেলা প্রশাসন চত্বর হতে এক শোক র্যালী কক্সবাজার শহর প্রদক্ষিণ করে আলোচনা সভায় অংশগ্রহন করেন।
অন্যদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ মুঠোফোনে জানান, তিনি পবিত্র মক্কা শরীফে জাতির পিতা বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য যে, তিনি পবিত্র হজ্জ পালনের নিমিত্ত গত ৮ জুলাই ২০১৯ তারিখ সৌদি আরব গমন করেন।