Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০১৯

কক্সবাজার জেলায় ওয়াইফাই জোন স্থাপনের জন্য প্রকল্প অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ


প্রকাশন তারিখ : 2019-03-21

 

অদ্য ২১ মার্চ ২০১৯, ১০.৩০ মিনিটে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এবং ডিজিটাল সিলেট সিটি এর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব জুনাইদ আহমদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ, এলডিএমসি,পিএসসি ও লেঃ কর্নেল আনোয়ার উল ইসলাম, সদস্য(প্রকৌশল) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সভায় মাননীয় প্রতিমন্ত্রী “ডিজিটাল সিলেট সিটি” শীর্ষক প্রকল্প আওতায় কক্সবাজার জেলার ওয়াইফাই জোন স্থাপনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শহর পর্যটন নগরী কক্সবাজার। এই কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি মাননীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার ৩৫ টি গুরুত্বপূর্ণ স্থানে ৭৪ টি ওয়াইফাই জোন স্থাপন করা হবে, যা কক্সবাজারকে আরও ডিজিটাল এবং পর্যটক বান্ধব করে তুলবে। 
এ সময় চেয়ারম্যান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ, এলডিএমসি,পিএসসি বলেন, প্রকল্পটি শেষ হলে কক্সবাজারের পর্যটক সেবার পাশাপাশি স্কুল-কলেজের ছাত্র/ছাত্রী এবং স্থানীয় জনগণও স্যোসাল মিডিয়া ব্যবহারসহ বর্হিবিশ্ব সম্পর্কে সহজে জানার সুযোগ সৃষ্টি হবে।