Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ডিসেম্বর ২০২০

অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযান: ভেঙ্গে দেয়া হয় ০২টি স্থাপনা


প্রকাশন তারিখ : 2020-12-23

 

গতকাল ২৩ ডিসেম্বর, ২০২০ তারিখ সকাল ১০ থেকে দুপুর ৩ টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা আনসারের সার্বিক সহযোগিতায় শহরের বিজিবি ক্যাম্প ও হাজীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় চৌধুরীপাড়া, বিজিবি ক্যাম্প এলাকায় সৈয়দুল হক অনুমোদনবিহীত ০১ তলা ভবন নির্মাণ করায় ভবনের চারপাশের গাথুনি ভেঙ্গে দেয়া হয়। এছাড়া হাজীপাড়া এলাকায় ছলিম উল্লাহ ভবনের অনুমোদন নিলেও আইন অমান্য করে ভবন নির্মাণ করায় ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে দেয়া হয়।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজ্ড অফিসার, সহকারী অথরাইজ্ড অফিসার এবং ইমারত পরিদর্শকবৃন্দ। উল্লেখ্য যে, ইতোপূর্বে তাদেরকে ভবনের ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে ফেলার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।