Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জানুয়ারি ২০২০

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান ৩টি প্রকল্পের পিআইসি সভা সম্পন্ন


প্রকাশন তারিখ : 2020-01-26

গত ২৩ জানুয়ারী ২০২০ তারিখ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্প কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবন নির্মাণ প্রকল্পের ৪র্থ পিআইসি সভা; কক্সবাজার শরহস্থ ঐতিহ্যবাহী লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর পুনর্বাসনসহ ভৌত সুযোগ-সুবিধার উন্নয়ন প্রকল্পের ৩য় পিআইসি সভা এবং হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্পের ১ম পিআইসি সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পগুলো সমাপ্ত করতে আমরা বদ্ধপরিকর। এ জন্য তিনি প্রকল্প পরিচালক লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম এবং উপস্থিত কমিটির সদস্যবৃন্দের নিকট হতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। পরে কমিটির সদস্যবৃন্দ চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেন এবং অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় তারা বলেন, আশানুরুপভাবেই এগিয়ে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্প সমূহ এবং প্রকল্পসমূহ যথাসময়ে সমাপ্ত করার ব্যাপারে অর্থ মন্ত্রনালয়, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রনালয়ের একনেক বিভাগ, কার্যক্রম বিভাগ, ভৌত অবকাঠামো বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। সভায় পিআইসি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিল।