১৭-১১-২০২২ তারিখ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ২১তম বোর্ডসভা কউক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.)। সভার শুরুতে কউক চেয়ারম্যান বোর্ডসভায় উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত বোর্ড সদস্যবৃন্দের সাথে পরিচিত হন ও বোর্ডসভায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্পসমূহের বিষয়ে সভাতে বিস্তারিত বিষয় তুলে ধরেন। তন্মধ্যে হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ, আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১ এবং কক্সবাজার জেলার মহাপরিকল্পনা অন্যতম। এছাড়া বিবেচনাধীন বিভিন্ন প্রকল্পের বিষয়েও তিনি আলোকপাত করেন। ইহা ছাড়া কলাতলীস্থ বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্প, কক্সডিএ এপার্টমেন্ট প্রকল্প, বঙ্গবন্ধু স্মার্ট সিটি, বঙ্গবন্ধু থিম পার্ক সম্পর্কে সবাইকে অবগত করেন।
কক্সবাজার জেলার মহাপরিকল্পনা নিয়ে আলোচনাকালে চেয়ারম্যান জানান, মহাপরিকল্পনাটিতে যাতে কক্সবাজারের জনগণের চাওয়া-পাওয়া এবং আশা-আকাঙ্খার প্রতিফলন হয়, সেজন্য অতিশীঘ্রই কক্সবাজারের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা শুরু করা হবে। ইহার ধারাবাহিতকায় ক্রমান্বয়ে অন্যান্য উপজেলায়ও মতবিনিময় সভার আয়োজন করা হবে; যাতে স্থানীয় জনগণের স্বপ্নের উপর গুরুত্ব দিয়ে তাদের ভবিষ্যত নগরায়ন গড়ে তোলা যায় এবং জনগণের চাহিদার ভিত্তিতে চ্যালেঞ্জগুলো চিহ্নিতকরণ সম্ভব হয়।
উক্ত সভায় কক্সবাজারে শহরের বিভিন্ন সমস্যার বিষয়ে, যেমন, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির ব্যবস্থা, ব্রীজ/ট্যানেলের মাধ্যমে মহেশখালীর সাথে সংযোগ স্থাপন বিষয়ে পরিকল্পনা, Climate resilience ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করা হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) আবু জাফর রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বোর্ডসভায় কউক এর সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান পি ইঞ্জ, পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম, পিপিএম (বার); গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি; ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি; বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি; বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি; জেলা প্রশাসকের প্রতিনিধি; স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধি; কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী; চুয়েট এর প্রতিনিধি, কক্সবাজার পৌরসভার প্রতিনিধিসহ স্থানীয় বোর্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।