Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুন ২০২৩

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিষয়ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-06-03

কক্সবাজারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে “৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিষয়ভিত্তিক কর্মশালা” গত ৩ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর মাল্টিপারপাস হলে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। প্রধান অতিথির বক্তৃতায় কাজী ওয়াসি উদ্দিন বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি টেকসই উদ্ভাবনী বুদ্ধিদীপ্ত ও জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ভিত্তি তৈরি করে দিয়েছেন। এই ভিত্তির ওপর দাড়িয়ে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের নেয়া পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তাই স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’ তিনি এই কর্মশালায় গৃহীত উদ্যোগগুলো ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. অলিউল্লাহ, এনডিসি। উক্ত কর্মশালায় রাজউক চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞা বিপিএএ, কউক চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, এনএইচএ চেয়ারম্যান মো. মুনিম হাসান বক্তব্য রাখেন। দুইব্যাপি এই কর্মশালায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানগন, উর্ধ্বতন কর্মকতাগণ ও ইনোভেশন টিমের সদস্যগণ অংশগ্রহণ করেন।