Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ এপ্রিল ২০২৩

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ইতিহাস

কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য মহান জাতীয় সংসদ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৫ পাশ করেন। মাননীয় স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ সভায় ৬ই জুলাই ২০১৫ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি সংসদ কর্তৃক পাশ হয়। এতে বলা হয়, সুপারিশকৃত আইনটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং চলমান অবকাঠামোগুলোকে নিয়ন্ত্রণ করে কক্সবাজারকে পযর্টন নগরী হিসেবে গড়ে তোলাকে নিশ্চিত করবে। ১৩ মার্চ ২০১৬ খ্রিঃ মহান জাতীয় সংসদে পাশকৃত বিলটির গেজেট প্রকাশিত হয়।

১১ আগস্ট ২০১৬ খ্রিঃ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর প্রথম চেয়ারম্যান হিসেবে লেঃ কর্ণেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি নিয়োগ লাভ করেন এবং তিনি ১৪ আগস্ট ২০১৬ খিঃ তার পদে যোগদান করেন।আনুষ্ঠানিকভাবে ১৭ আগস্ট ২০১৬ খ্রিঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব মহোদয়, স্থানীয় সংসদ সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জেলা প্রশাসনের কার্যালয়, কক্সবাজারে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ এর দায়িত্ব অর্পন করেন। তিনি ১৪ আগস্ট ২০১৬ তারিখ হতে ১৩ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ আগস্ট ২০২২ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.)- কে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। ২৩ আগস্ট ২০২২ তারিখ তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন।