সুগন্ধা মোড়-সুগন্ধা পয়েন্ট-লাবনী পয়েন্ট সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনকরণ
সুগন্ধা মোড়- সুগন্ধা পয়েন্ট- লাবনী পয়েন্ট সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্পের বিষয়ে গত ২৭ মার্চ ২০১৯ তারিখ পরিকল্পনা মন্ত্রণালয়ে পিইসি সভা অনুষ্ঠিত হয়। পিইসি সভায় সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উক্ত সড়ক সংলগ্ন বি.এস ২০০১, ২০০২, ২০০৩ ও ২০০৪ নং দাগে স্যুভিনিয়র শপ, বনায়ন, বসার স্থান, লোকজ সংস্কৃতি বহনকারী ম্যুরাল স্থাপন, স্বল্প পরিসরে হালকা যানবাহন (কার, জীপ ও মাইক্রোবাস) পার্কিং এর ব্যবস্থা রাখার সিদ্ধান্ত প্রদান করা হয়। বিধায় উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্ত উপরোক্ত দাগের জায়গার ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদানের জন্য জেলা প্রশাসক, কক্সবাজার বরাবরে পত্র প্রেরণ করা হয়। এছাড়া উক্ত জমি কউকের অনুকুলে প্রদানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় হতেও জেলা প্রশাসক, কক্সবাজার বরাবর পত্র প্রেরণ করা হয়।