Wellcome to National Portal
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০২১

ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১

কক্সবাজার সদর উপজেলাধীন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১

কক্সবাজারে আবাসন সমস্যা নিরসনকল্পে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক কক্সবাজার জেলার সদর উপজেলার ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আবাসিক ফ্ল্যাট  উন্নয়ন প্রকল্প-১’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় নিজস্ব জমির উপর নির্মিত সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৪টি ১৫ তলা ভবনে মোট ৩৫১ টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। প্রতি বর্গফুট ৩৮৯৫/- (তিন হাজার আটশত পঁচান্নব্বই টাকা) মাত্র নির্ধারিত শর্তাদি পালন সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হবে। ফ্ল্যাটের আবেদন ফরম ও প্রসপেক্‌টাস প্রতিসেট ২,০০০/- (দুই হাজার টাকা) অফেরতযোগ্য মূল্যে কউক অফিস ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর সকল শাখা হতে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে জামানত হিসেবে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফ্‌ট, কউকের অনুকূলে জমা প্রদান করতে হবে।

প্রকল্পের সুবিধাদি

  • জমির ৬০% এর অধিক উন্মুক্ত
  • গার্বেজস্যুট সহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা
  • প্রতিটি টাওয়ারে একাধিক সিঁড়িসহ জরুরী নির্গমন
  • অধিকাংশ ফ্ল্যাট দক্ষিণ -পূর্বমূখী এবং ক্রস ভেন্টিলেটেড
  • ফায়ার হাইড্রেন্ট সহ সর্বাধুনিক অগ্নিনিরাপদ ব্যবস্থা
  • অতিথিদের অপেক্ষমান স্থানসহ সু-প্রশস্থ রিসেপশন
  • প্রকল্পের চারপাশে ২০ ফুট প্রশসস্থ সার্ভিস রোড
  • সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন সু-প্রশস্থ ৮টি লিফ্ট
  • শিশুদের জন্য ভবনের অভ্যন্তরে ও বাহিরে আধুনিক ক্রীড়া সামগ্রীসহ খেলার সুব্যবস্থা
  • ১০ মিনিটের হাটার দূরত্বে পৃথিবীর দীর্ঘতম সী-বিচ
  • সু-প্রশস্থ ড্রপিং-বে
  • গাড়ি ওয়াশের স্থান
  • কমিউনিটি সুপারশপ
  • লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এরিয়া
  • সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত জেনারেটর ও সাব স্টেশন
  • ফ্ল্যাট দ্রুত হস্তান্তরের নিশ্চয়তা
  • ফ্ল্যাটের ক্রয়ে ঋণ সুবিধা
  • ফিটনেস জোন । 

ফ্ল্যাট বরাদ্দের বিজ্ঞপ্তি

আবেদন ফরম

প্রসপেক্‌টাস